সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন রাচিন রবীন্দ্র

আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন রাচিন রবীন্দ্র

শেরপুর নিউজ ডেস্ক:

আইসিসি ওয়ানডে ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির অভিষেকেই সেঞ্চুরির নজির গড়েছেন তিনি।

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাচিন। আহমেদাবাদের ঐ ম্যাচে ৯৬ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেছিলেন এই কিউই ব্যাটার।

এবার চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় রাচিনের। ইনজুরির কারণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। গতরাতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন রাচিন।

২০২৩ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে ৩০ ওয়ানডে খেলে এ পর্যন্ত ৪টি সেঞ্চুরির মালিক রাচিন। সবগুলোই আইসিসি ইভেন্টে। এক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ফরম্যাটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন রাচিন।

গত ওয়ানডে বিশ্বকাপে ৩টি এবং এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ১টিসহ চারটি শতক হাঁকিয়েছেন রাচিন। এতে পেছনে পড়ে গেছে নিজ দলের নাথান অ্যাস্টল ও কেন উইলিয়ামসনের রেকর্ড। দু’জনই ৩টি করে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন।

Check Also

ক্রিকেটে অপরাজিত ৪০৪ রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম

শেরপুর নিউজ ডেস্ক: গুনে গুনে ৪০৪ রানের ইনিংস খেললেন মুস্তাকিম হাওলাদার। সেটিও আবার অপরাজিত থেকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nine =

Contact Us