সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

 

শেরপুর নিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজের আদেশ দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক মামলাটি খারিজ আদেশের রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহিদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী সদর আমলি আদালতে মানহানি মামলাটি দায়ের করেন।

এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

Check Also

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

  শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us