শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায় যেখানে ধনী-গরিবের ভারসাম্য থাকবে না। রাষ্ট্র অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোরে ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও হাহাকার চলছে। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। স্বৈরাচার চলে গেলেও এখনও দেশ চাঁদাবাজ, দখলদার, জুলুমমুক্ত হয়নি।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৬ বছরে এদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। শিক্ষার পরিবর্তন দিয়েই দেশ গড়ে তোলা হবে। তরুণরা সার্টিফিকেটের সাথে চাকরি নিয়ে বের হবেন। এবং ওই জেনারেশনের হাতেই তুলে দেওয়া হবে দেশ।’
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমান ও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা জেলার আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।