সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিপিএল মাতাতে আসছেন রাসেল-নারাইন-ওয়ার্নারসহ ৫ তারকা

বিপিএল মাতাতে আসছেন রাসেল-নারাইন-ওয়ার্নারসহ ৫ তারকা

শেরপুর নিউজ ডেস্ক:

সবশেষ ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবার দীর্ঘ সময়ের শিরোপা খরা কাটাতে চাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই লক্ষ্যে প্লে-অফে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলীর মতো ক্রিকেটার নিয়ে আসছে তারা। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিপিএলের নিয়মিত মুখ ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রাসেল ও নারাইন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতেন তারা। তবে এবার চারবারের চ্যাম্পিয়নরা না থাকায় ভিন্ন দলের জার্সিতে দেখা যাবে তাদের। বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তারা।

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। সম্প্রতি বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তিনি। তিন হাফসেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪০৫ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার সঙ্গেও চুক্তি করেছে রংপুর।

এর আগে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে ওয়ার্নারের। তবে কবে নাগাদ তিনি খেলতে আসবেন তা এখনো নিশ্চিত নয়। আইএলটি-টোয়েন্টিতে তাদের দলের অবস্থান বুঝে বিপিএলে আনা হবে ওয়ার্নার, রাসেল ও নারাইনদের।

এরই মধ্যে অজি ক্রিকেটার টিম ডেভিডের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। আগামী কয়েকদিনের মাঝেই বাংলাদেশে আসতে পারেন তিনি। এছাড়া পাকিস্তানের আসিফ আলীর সঙ্গেও চুক্তি করেছে চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। তিনিও দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে। এমনটা হলে আরো শক্তিশালী হয়ে উঠবে ফ্র্যাঞ্চাইজিটি।

Check Also

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us