সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে : জেলা প্রশাসক বগুড়া

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে : জেলা প্রশাসক বগুড়া

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, দেশের বড় একটা অংশ তরুণ সমাজ। তারা সহজে দমে যায় না। তরুণরাই দুঃসময়ে জেগে ওঠে, তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বুধবার (২৯ জানুয়ারি) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা এবং পরবর্তীতে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় বক্তব্যে এসব বলেন।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের আর পিছিয়ে রাখার সুযোগ নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে কারিকুলাম পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। বর্তমান কারিকুলামে পরিবর্তন আসতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন আমরা অনেক পিছরে পড়ে রয়েছি।  এমন সফ্টওয়্যার হতে হবে যা ইউজার ফ্রেন্ডলি হতে হবে।

চাকরি পাওয়ার চেয়ে চাকরি দেওয়া গৌরবের। তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সিং করে অনেক বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারে। তিনি আরও বলেন আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে হবে। দেশিয় সংস্কৃতির ধারক বাহক হতে হবে। তিন শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, আমাদের নৈতিকতার পরিবর্তন করতে হবে। নেতাকে নৈতিকতা সম্পন্ন হতে হবে। বর্তমানে নৈতিকতা সম্পন্ন মানুষের বড়ই অভাব। রাসুল (সাঃ) এর চরিত্র আমাদের মাঝে নাই।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট উপস্তাপনা করেন, জেলা তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান। বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার ডিডি মতলুবর রহমান বগুড়ার সিভিল সার্জন ডা. মো. ফারজানুল ইসলাম।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস। বক্তব্যে রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা জামায়াতের নাযেবে আমির মাও. আলমগীর হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজানুল ইসলাম আকিবম আব্দুল্লাহেল ত্বাকী সাকিব খান প্রমুখ।

Check Also

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us