সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান

নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান

শেরপুর নিউজ ডেস্ক:
নন্দিত গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ শ্রোতাদের বেশ প্রশংসা পায়। প্রতিবছরের মতো এবার নতুন বছরের প্রথম দিনে নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন মনির খান। ‘আমার জীবন যদি দেশ হয়, তার তুই যে প্রধানমন্ত্রী– এমন কথার গান লেখার পাশাপাশি সুর সংগীত করেছেন গীতিকার মিল্টন খন্দকার।

মনির খান বলেন, ‘বছরের বিভিন্ন সময় শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হয়ে থাকি আমি। আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। ‘অঞ্জনা’ শিরোনামে এ গানটিও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার।’

তিনি আরো বলেন, ‘এ কথা সত্য যে, গত কয়েক বছর ধরে জানুয়ারিতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করছি। সাধ্যের জায়গা থেকে শ্রোতাদের দাবি পূরণ করার চেষ্টা করি। তাদের চাওয়া ‘অঞ্জনা’ শিরোনামে গান যেন বছরের মাঝেও একটি প্রকাশ করি।’

নব্বইর দশকের অন্যতম জনপ্রিয় গায়ক মনির খানের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। এই অঞ্জনাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। তাঁর অসংখ্য শ্রোতা জানতে চেয়েছেন, কে এই অঞ্জনা? তবে কখনোই এ প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। রহস্য জিইয়ে নানাভাবে তিনি দিয়েছেন এর উত্তর। অঞ্জনাকে নিয়ে চলতি বছরের মাঝামাঝি সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠিও লিখেছিলেন তিনি।

Check Also

জনপ্রিয় তারকাজুটি যশ-নুসরাতের সংসার ভাঙার গুঞ্জন!

  শেরপুর নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান-যশ দাশগুপ্ত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us