সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্কের বড় কোনো পরিবর্তন হবে এমনটা ভাবা ঠিক হবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো বিশেষ দলের ওপর ভিত্তি করে নয়।’

তিনি আরও বলেন, ‘অনুমান করব না। আমরা প্রথম দুই মাস পর্যবেক্ষণ করব। এরপর আমরা দেখব, ট্রাম্প প্রশাসন কী পদক্ষেপ নেয়। এর ভিত্তিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দলের ওপর নির্ভর করে না। বাইডেন প্রশাসনের সঙ্গে দুই দেশের সম্পর্কের যেসব দিক নিয়ে আলোচনা হয়েছিল, ট্রাম্পের আগের প্রশাসনের সঙ্গেও সেগুলো আলোচনার বিষয় ছিল। দেখা যাক, প্রথমে আমরা যোগাযোগ করব এরপর দেখবো তারা কীভাবে আগায়।

Check Also

জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: আসিফ

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ, নর্থ ও দিল্লী জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us