Home / দেশের খবর / ‘ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না’-ধর্ম উপদেষ্টা

‘ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না’-ধর্ম উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে দ্য হাঙ্গার প্রোজেক্টের আয়োজনে ‘ধর্মীয় সম্প্রীতি-বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যারা উপাসনালয়ে হামলা করে, তারা ক্রিমিনাল। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই।’

ক্ষণজন্মা বীর আবু সাঈদের কথা জাতি কখনো ভুলবে নাক্ষণজন্মা বীর আবু সাঈদের কথা জাতি কখনো ভুলবে না
তিনি আরও বলেন, ‘দেশে সবার অধিকার সমান। এ অধিকার যেন কেউ খর্ব করতে না পারে, সে ব্যপারে সরকার আন্তরিক। কিন্তু বর্তমানে দেশে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। তবে আমি তাদের আশ্বস্ত করতে চাই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেশে যারা ক্ষমতায় থাকে, তারা দেশের সম্পদ লুট করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। যারা সম্পদ পাচার করে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না।’

দেশে ধর্মীয় সম্প্রীতি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার থাকাকালেই দুর্গাপূজা হয়েছে। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সরকার শৃঙ্খলা বজায় রেখেছে। কঠিন চিবর দান হবে ৮ নভেম্বর। কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সতর্ক সব বিষয়ে।’

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্যএত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

Check Also

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us