Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

লাল কোর্টের নতুন রাজা আলকারাজ

শেরপুর নিউজ ডেস্ক: নতুন রাজা পেল ফ্রেঞ্চ ওপেন। প্রথমবারের মতো রোলাঁ গারোয় শিরোপা উঁচিয়ে ধরলেন স্পেনের ২১ বছর বয়সী তারকা কার্লোস আলকারাজ। লাল দুর্গে ৪ ঘণ্টা ১৯ মিনিটের মিনিটের ম্যারাথন লড়াই শেষে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

ক্যারিয়ারে এটি নিয়ে মোট তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাজ। এর আগে, ২০২২ সালের ইউএস ওপেন ও ২০২৩ সালের উইম্বলডন শিরোপা নিজের করে নিয়েছিলেন এই স্প্যানিশ তারকা। আলকারাজ এখন সপ্তম কনিষ্ঠ খেলোয়াড় যিনি হার্ড, গ্রাস ও ক্লে কোর্টে শিরোপার দেখা পেয়েছেন। এখন শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি তার।

ফাইনালে জভেরেভের বিপক্ষে প্রথম সেট জেতার পর খেই হারিয়ে ফেলেন আলকারাজ। এরপরই ঘুরে দাঁড়ালেন অদম্য শক্তিতে। শেষের দুই সেটে পাত্তাই দিলেন না জার্মান প্রতিপক্ষকে।

ফ্রেঞ্চ ওপেনে গতবার শিরোপার মুকুট পরেছিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। লাল কোর্টে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছেন আলকারাজের গুরু রাফায়েল নাদাল। ১৪ বার এই দুর্গ জয় করেছেন নাদাল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us