সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

শেরপুর নিউজ ডেস্ক:দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বছরের শুরুতেই ভক্তদের দিলেন সুখবর। ঢাকাই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। ইতোমধ্যে নতুন সিনেমাটির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী।

‘বাঙালি বিলাস’ নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসবেন টালি তারকা। এ সিনেমায় কাজের জন্য বাংলাদেশের অনুমতির প্রয়োজন। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সেই অনুমতিও দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে।

সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে―এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত বছরের ১২ আগস্ট ‘স্পর্শ’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা এসেছিলেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব।

Check Also

জনপ্রিয় তারকাজুটি যশ-নুসরাতের সংসার ভাঙার গুঞ্জন!

  শেরপুর নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান-যশ দাশগুপ্ত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us