সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জাতীয় কাবাডি দলে সুযোগ পেয়েছে বগুড়ার মেয়ে সাদিকা

জাতীয় কাবাডি দলে সুযোগ পেয়েছে বগুড়ার মেয়ে সাদিকা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার মেয়ে ইসরাত জাহান সাদিকা বাংলাদেশ জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জাতীয় দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

সে বগুড়া কাবাডি একাডেমির নিয়মিত প্রশিক্ষণার্থী এবং বাংলাদেশ পুলিশের নারী কাবাডি দলের খেলোয়াড়।

 

নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ১৯ এপ্রিল কাঠমান্ডু যাবে বাংলাদেশ দল। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল।

বাংলাদেশ দল : শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম ও মোছা: ইসরাত জাহান সাদিকা।

স্ট্যান্ডবাই খেলোয়াড় : লাকি আক্তার ও নবর্শি চাকমা

কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী
ম্যানেজার : মোহাম্মদ আসাদুজ্জামান

Check Also

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us