শেরপুর নিউজ ডেস্ক:
গাজায় পুনরায় যুদ্ধ শুরু করলে এবং যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতি না রাখলে ইসরায়েলের ওপর হামলা চালাতে প্রস্তুত ইয়েমেনের হুথিরা।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, আমাদের হাত ট্রিগারেই আছে। গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুরা যদি আবার উত্তেজনা সৃষ্টি করে, তবে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে প্রস্তুত।
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি ও অন্যান্য জাহাজে হামলা চালিয়েছিল।
অক্ষশক্তি হিসেবে পরিচিত ইরানের ইসরায়েলবিরোধী ও পশ্চিমাবিরোধী আঞ্চলিক জোটের অংশ হুতিরা কয়েকশ কিলোমিটার উত্তরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়েও হামলা করেছে।