সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানি টিকটক তারকার রহস্যজনক মৃত্যু

পাকিস্তানি টিকটক তারকার রহস্যজনক মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সাইকো আরবাব ওরফে সীমা গুলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী এই তারকা দেশটির পেশাওয়ার প্রদেশের বাসিন্দা। সে এলাকায়ই উদ্ধার হয় তার মরদেহ।

পাকিস্তানি গণমাধ্যমের খবর, পেশাওয়ারের খাইবার পাখতুনখোয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তার অনুরাগীদের মাঝে। এদিকে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত পরবর্তী প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

প্রাথমিক ধারণা, ঘুমের ওষুধের মতো অতিরিক্ত কিছু সেবন করেছিলেন সাইকো আরবাব। এ থেকে হয়ত মৃত্যু হয়েছে এই টিকটকারের। তার মৃত্যুর ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারপরও স্থানীয় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। টিকটকে সাইকো আরবাব নামেই পরিচিত সীমা গুল। প্ল্যাটফর্মটিতে তার অনুসারী সংখ্যা প্রায় ৯ লাখ।

Check Also

তুরস্কের রাজপথ বিক্ষোভে উত্তাল,সহস্রাধিক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Contact Us