সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / বগুড়ায় চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক
বগুড়ার মালগ্রাম উত্তরপাড়া এলাকায় ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. আল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৯ ফেব্রুয়ারি) বগুড়া র‍্যাব-১২, সিপিএসসি, কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আল আমিন ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রাং এর ছেলে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করেন আল আমিন। এ সময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে পানি নিষ্কাশনের ড্রেনে ধাক্কা দিয়া ফেলে দেন। দুলু মিয়াকে হত্যার উদ্দেশে উপর্যুপরি মাথার ডান সাইডে আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

র‍্যাব সূত্রে আরও জানা যায়, আলোচিত দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায় র‍্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে। এরপর মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

নারায়ণগঞ্জে আরাসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Contact Us