সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

শেরপুর নিউজ ডেস্ক:

নির্মাতা এস এস রাজামৌলি। যাকে বলা হয় ভারতের ব্লকবাস্টার নির্মাতা। এবার এই নির্মাতার সিনেমা দিয়ে ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার জন্য বলিউডরে এই দেশি গার্লকে দেওয়া হবে ৩০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা

নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানায়, প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এই নায়িকা। যার জন্য তিনি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা ভারতীয় সিনেমায় যে কোনও অভিনেত্রীর জন্য সর্বোচ্চ। এর আগে এই নায়িকা ভারতে একটি সিনেমা করার জন্য ১৫ কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার সবশেষ মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য তিনি ২০ কোটি রুপি নিয়েছিলেন।

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সেই সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। ভারতে প্রিয়াঙ্কার সবশেষ শেষ সিনেমা ছিলো ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

Check Also

‘চক্কর ৩০২’–এ বুশরা, আসছেন ‘লিমা’ হয়ে

  শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘চক্কর ৩০২’ সিনেমায় অভিনয় করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 10 =

Contact Us