সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

শেরপুর নিউজ ডেস্ক: নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে বাংলাদেশ থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক আইসিসি ইভেন্টে দায়িত্ব পালন করবেন তিনি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সম্প্রতি বিশ্বকাপের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ৪ জন ম্যাচ রেফারির পাশাপাশি থাকছেন ১৬ জন আম্পায়ার, যেখানে জায়গা পেয়েছেন জেসি। এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপেও আম্পায়ারিং করেছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন অন ফিল্ড আম্পায়ার।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড।

Check Also

সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও খুনের হুমকি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের বৈরিতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =

Contact Us