সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ কালাম বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা দিকে দুঁপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন ও বাবলু ওরফে বাবু। আবুল কালাম চলমান ২৭টি মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জনের নামে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা ও আবুল কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।

জানা যায়, আবুল কালাম ও তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল। ওই বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুট, মাদক চোরাচালান, গুম, হত্যা- খুনসহ বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে এলাকাবাসীরর ক্ষতি করে আসছিলো। তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দুঁপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: ৬টি প্যাভিলিয়ন ও ১০০টি ষ্টল নিয়ে বগুড়ায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Contact Us