শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ চালিয়েছে সাইবার সন্ত্রাসী গ্রুপ।
তথ্যমতে, তিনজনের আইডি সাইবার আক্রমণের শিকার হয়েছে। বাকিদের আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইডি হারানো ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র আন্দোলনে সক্রিয় তিনজনের ফেসবুক আইডিতে সাইবার হামলা হয়েছে। তারা হলেন- সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি ও ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম।
আক্রমণের আশঙ্কায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ আরও কয়েকজন নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিঅ্যাকটিভ করে রেখেছেন।
জানা যায়, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকেই সমন্বয়কদের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়া শুরু হয়। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি দেশীয় প্ল্যাটফর্মও সমন্বয়কের ফেসবুক আইডি ডিজঅ্যাবল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের তথ্যমতে, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ এ সাইবার হামলার পেছনে নিজেদের দায়ও স্বীকার করেছে।
এদিকে, হারানো আইডি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।
বুধবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, আইডি পুনরুদ্ধারে মেটার (ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান) এসিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আইসিটি বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের পক্ষের একটি সাইবার নিরাপত্তা গ্রুপ পরিচয় গোপন রাখার শর্তে জানায়, আওয়ামী লীগের ডিজিটাল থিংক ট্যাঙ্ক ‘সিআরআই’ এ ঘটনায় জড়িত।


Users Today : 52
Users Yesterday : 291
Users Last 7 days : 1301
Users Last 30 days : 6100
Users This Month : 4374
Users This Year : 35782
Total Users : 511030
Views Today : 94
Views Yesterday : 437
Views Last 7 days : 2184
Views Last 30 days : 9438
Views This Month : 6515
Views This Year : 103837
Total views : 772045
Who's Online : 1