সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাবে আজ। গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। সেখানে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরের অবস্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং দুটি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ওই বছর সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতিবছর বছর শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য

অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে একজনের মৃত্যু হতে পারে। এ ছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।

 

Check Also

টিউলিপের পদত্যাগে ‘ব্যথিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

শেরপুর নিউজ ডেস্ক: আর্থিক অসংগতি ও দুর্নীতির ব্যাপক অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Contact Us