সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / এবার অনলাইন জুয়ায় পিয়া জান্নাতুল

এবার অনলাইন জুয়ায় পিয়া জান্নাতুল

শেরপুর নিউজ ডেস্ক: মাহিয়া মাহি, পরীমণি, শবনম বুবলীসহ দেশের বেশ কয়েকজন শোবিজ তারকা জড়িয়েছেন অনলাইন জুয়া কাণ্ডে। এবার সেই তালিকায় নাম উঠল মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার।

পিয়া জান্নাতুল নামে শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এ তারকাকে বিপিএল ঘিরে একটি অনলাইন জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় নির্মিত অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।T

জানা গেছে, পিয়া জান্নাতুল যে জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। এটি প্রায় ১০ বছর আগে চালু হয়।

এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ঐ ব্যক্তির অপরাধ।’

এর আগে, নভেম্বর মাসেই একই অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন ঢাকাই চিত্রনায়িকা বুবলী।

প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা গেছে, ‘আমি বুবলী… একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য?… শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। এ সুযোগ হাতছাড়া কোরো না… জেতার আনন্দ উপভোগ করো… যেখানে খেলা শুধু জেতার জন্য।’

Check Also

অশ্লীল নাচে কটাক্ষের জবাব দিলেন উর্বশী

শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 5 =

Contact Us