সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

ধুনট( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক তরুনী মেয়ে থেকে ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

জানা যায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণী কে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার। এদিকে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবনী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় আমার কোন দুঃখ নেই। বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচারণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়ীতে আসি। পরে আমার বাড়ীর মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পড়িয়ে দেই। শনিবার সকালে মুরব্বীদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিলো। কোন ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রুপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

Check Also

ধুনটে সরকারি জলমহাল সাব লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে রুদ্রবাড়িয়া গ্রামে প্রকৃত মৎস্যজীবিদের বাদ দিয়ে সরকারি জলমহাল আওয়ামীলীগের নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =

Contact Us