Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

বিপিএলে চট্টগ্রাম কিংসের চমক ইয়েশা সাগর

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উত্তেজনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই অংশ হিসেবে চিটাগাং কিংস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দেওয়ার পর এবার আরও এক নতুন চমক নিয়ে এসেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম কিংস জানায়, আসন্ন বিপিএলে তাদের অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কানাডিয়ান মডেল, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগর।

চিটাগাং কিংসের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়, ইয়েশা সাগর আসন্ন বিপিএলের সময়ে দলের সাথে যোগ দেবেন এবং কিংসদের ম্যাচ, থ্রিলিং মুহূর্ত ও সেরা অ্যাকশনগুলো উপস্থাপন করবেন।

এ বিষয়ে নিজেই একটি ভিডিও বার্তায় ইয়েশা সাগর বলেন, “আমি চিটাগাং কিংসে যোগ দিতে যাচ্ছি। বিপিএলে কিংসদের জার্নির সকল অ্যাকশন, থ্রিল এবং স্মরণীয় মুহূর্ত তুলে ধরতে আমি প্রস্তুত।”

ইয়েশা সাগর এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সঞ্চালনা করেছিলেন এবং ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়ে কাজ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য সচেতনতা প্রসারে সক্রিয়। তার সঙ্গে চুক্তি রয়েছে বিখ্যাত খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের।

কানাডার মডেল হিসেবে পরিচিত হলেও, ইয়েশা সাগর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার কাজের অভিজ্ঞতা পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও রয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us