সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক :

ঢাকা সেনানিবাসে ‘১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আর্মি গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান তার মূল্যবান বক্তব্য রাখেন। সেনাপ্রধান এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে মোট ৭৮৮ জন গলফার অংশ নেন। এতে মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক (অব.) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া, ভেটেরান বিভাগে গ্রুপ ক্যাপ্টেন এআইএম শাহানুল ইসলাম (অব.), সিনিয়র বিভাগে কর্নেল নুরুছছামা (অব.), নারী বিভাগে মিসেস মৌসুমি আনাম এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Check Also

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ

শেরপুর নিউজ ডেস্ক: গত বছরের সেরা ওয়ানডে পারফর্মারদের নিয়ে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন তাদের বাৎসরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us