সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার

যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুনের (৫৪) বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মো. আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টীম নিয়ে উল্লেখিত স্থানের আশপাশে ওৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাড়ীর মালিক আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি।

অভিযানে উপস্থিত ছিলেন- গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Check Also

পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: পাবনায় দীর্ঘ প্রায় ৪ বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলায় স্বামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 9 =

Contact Us