Bogura Sherpur Online News Paper

দেশের খবর

৪ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-নাগরিক কমিটির

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনাটিকে ‘হত্যাচেষ্টা’ আখ্যা দিয়ে প্রতিবাদী বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজু ভাস্কর্যে বিক্ষোভ ডাকে। এর আগে পূর্ব ঘোষণা দিয়ে শাহবাগে জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি। পরে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে যোগ দেয়।

বিক্ষোভ কর্মসূচি থেকে দলের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন চারটি দাবি জানান। দাবিগুলো হলো- ১. বাংলাদেশের হিন্দুদের হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। ২. বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। ৩. গত ১৫ বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ৪. সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সর্বোপরি বাংলাদেশের রাজনীতি কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করতে হবে।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু-মুসলমানের সম্প্রীতি ভাঙার চেষ্টা করে নীলনকশা আঁকা হয়েছে। মানুষ একত্রে দেখিয়ে দিয়েছে, তারা বিদেশিদের পাতা ফাঁদে পা দেবে না। হিন্দু-মুসলিম, সমতল-আদিবাসী-আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশকে রক্ষার জন্য জীবন দেব।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ দেখেছি, যেখানে নামাজের সময় পূজার ঘণ্টা বন্ধ রাখা হয়। মন্দিরে যেন হামলা না হয়, সেজন্য মুসলমানরা পাহারা দেয়। এই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। বাংলাদেশে ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদে নামে হোক, কোনো সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেওয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা এদেশের সার্বভৌমত্বের পাহারাদার, তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরও বলেন, এদেশে কেউ দিল্লির দালালি বরদাস্ত করবে না। তারা ভেবেছে, হাসনাত-সারজিসকে সরিয়ে দিলেই বিপ্লব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না, একজনকে সরিয়ে দিলে হাজার জন দাঁড়িয়ে যাবে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সদস্য আরিফুল ইসলাম আদীব, সালেহ উদ্দিন সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us