Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করল চীন

শেরপুর নিউজ ডেস্ক :

চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে। ‘মোতু হাইড্রোপাওয়ার স্টেশন’ নামের এ প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশ। কারণ, নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি নির্মাণকাজের উদ্বোধন করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রকল্পটি নির্মাণে নদীর গতিপথ সোজা করা ও সুড়ঙ্গের মাধ্যমে পানি সরানো হবে। পাঁচটি পৃথক বিদ্যুৎ কেন্দ্র থেকে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মূলত তিব্বতের প্রয়োজন মেটানোর পাশাপাশি এসব বিদ্যুৎ দেশটির বিদ্যুৎ-সঙ্কটপীড়িত পূর্বাঞ্চলে পাঠানো হবে।

প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭ বিলিয়ন ডলার)। এটি শেষ হলে চীনের থ্রি গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যাবে এবং প্রায় তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ বাঁধ নির্মাণের মাধ্যমে চীন চাইলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবে। এতে নদীর নিচের দিকে অবস্থিত ভারত ও বাংলাদেশে পানির প্রবাহ ব্যাহত হতে পারে। ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, এই বাঁধ ‘জলবোমার’ মতো কাজ করতে পারে। হঠাৎ পানি ছেড়ে দিলে সিয়াং নদী অঞ্চল ধ্বংস হয়ে যাবে এবং আদিবাসী সম্প্রদায়সহ স্থানীয়দের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।

২০২০ সালের এক প্রতিবেদনে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট সতর্ক করে জানায়, তিব্বতের নদীগুলোর ওপর চীনের নিয়ন্ত্রণ ভারতের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

ভারত ইতোমধ্যে সিয়াং নদীতে একটি নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে, যাতে করে চীনের বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়ার ঝুঁকি মোকাবিলা করা যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ‘নিম্নাঞ্চলের দেশের স্বার্থ রক্ষায়’ স্বচ্ছতা ও আলোচনা চেয়েছে।

বাংলাদেশও একইভাবে উদ্বেগ জানিয়ে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

তিব্বতের গভীর গিরিখাতে অবস্থিত এই বাঁধ এলাকায় অনেক আগে থেকেই জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করে আসছিল চীন। নদীটি যেখানে নামচা বারওয়া পর্বত ঘিরে মোড় নেয়, সেই অংশে উচ্চতা দ্রুত কমে যাওয়ায় ব্যাপক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এটিকে বলা হয় ‘দ্য গ্রেট বেন্ড’ বা বিশাল বাঁক।

চীনা সরকার এই প্রকল্পকে তিব্বতের উন্নয়ন, দূষণ কমানো ও পুনঃনবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে উপস্থাপন করলেও মানবাধিকার কর্মীরা বলছেন, এটি তিব্বতিদের জমি ও স্বার্থের ওপর হস্তক্ষেপ। অতীতে তিব্বতে অন্য এক বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তার, নির্যাতন ও মারধরের ঘটনাও ঘটেছে।

এছাড়া পরিবেশবিদরা বলছেন, জৈববৈচিত্র্যে সমৃদ্ধ তিব্বতের উপত্যকা প্লাবিত হওয়ার আশঙ্কা এবং ভূমিকম্পপ্রবণ এলাকায় এমন মেগা প্রকল্প নির্মাণ বড় ধরনের পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us