সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সাংবাদিকতার বিকাশে যেসব পদক্ষেপ নিল তথ্য মন্ত্রণালয়

সাংবাদিকতার বিকাশে যেসব পদক্ষেপ নিল তথ্য মন্ত্রণালয়

শেরপুর নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের বিগত ১০০ দিনে সাংবাদিকতার বিকাশ, জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে তথ্যচিত্র নির্মাণ ও সম্প্রচারের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সংবাদপত্রের স্বাধীনতা রোধ করতে ব্যবহৃত সাইবার নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকদের বেতন কাঠামোতে যৌক্তিক সংস্কার আনার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা এবং আর্থিক সংকটে থাকা সাংবাদিক, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত।

মন্ত্রণালয় গত ১লা জুলাইয়ের পর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যালোচনার জন্য আট সদস্যের কমিটি গঠনের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ও শহিদ সাংবাদিকদের তালিকা তৈরি করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাছে পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে ৩৫০ সাংবাদিককে ২ কোটি ৩৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে।

এছাড়া, মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র উপদেষ্টা কমিটি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য জুরি বোর্ডসহ বেশ কয়েকটি কমিটি পুনর্গঠন করেছে। পাশাপাশি মন্ত্রণালয় বিভিন্ন বোর্ড ও কমিটিতে যোগ্য প্রার্থীদের প্রস্তাব করার জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে।

Check Also

গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

  শেরপুর নিউজ ডেস্ক: দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + three =

Contact Us