Home / রাজনীতি / হাছান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে-মির্জা ফখরুল

হাছান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে-মির্জা ফখরুল

 

শেরপুর নিউজ ডেস্ক :
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের শীর্ষ স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্রের কথা বলছে, কিন্তু এ কথা শুনলে ঘোড়াও হাসবে।

বিএনপির নেতার দাবি, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং সে সময় থেকে দলটির শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গেছেন। অন্যদিকে, অনেকে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন এবং যারা পালাতে পারেননি, তারা আত্মগোপনে চলে গেছেন। এমন এক বিপর্যস্ত অবস্থায় হাছান মাহমুদ যখন তার দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেছেন, তখন বিএনপি নেতারা একে পুরনো মিথ্যাচার হিসেবে উড়িয়ে দিয়েছেন।

রবিবার (৩ নভেম্বর) লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এ একটি সাক্ষাৎকারে হাছান মাহমুদ দাবি করেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক ভুল ছিল। তার মতে, আওয়ামী লীগ বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী এবং অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তার দল একমত।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা আওয়ামি লীগের মুখে শোভা পায় না। দেশের জনগণের রায়ে তাদের তাড়িয়ে দেয়া হয়েছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে ঘোড়াও হাসবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং আজ তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে—এটি জনগণের কাছে হাস্যকর। তাদের মুখে এসব কথা মানায় না।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, হাছান মাহমুদ তো নিজে দেশ থেকে পালিয়ে গেছেন। তার কথার কোনো জবাব দেয়ার প্রয়োজন নেই।

Check Also

দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক: দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 13 =

Contact Us