সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / আগামী ২৯ নভেম্বর বগুড়া বারের নির্বাচন, ১৩ পদে ৪৮ প্রার্থী

আগামী ২৯ নভেম্বর বগুড়া বারের নির্বাচন, ১৩ পদে ৪৮ প্রার্থী

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির ২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩ পদের জন্য গতকাল সোমবার (২৮ অক্টোবর) ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ নভেম্বর শুক্রবার সমিতির গওহর আলী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে সভাপতি ১ টি পদের ৪ প্রার্থী হলেন মোঃ আতাউর রহমান খান (মুক্তা), এ এফ এম সাইফুল ইসলাম মিয়া (পল্টু) রিয়াজ উদ্দিন ও মো. আব্দুল মতিন, সহ- সভাপতি ২ টি পদের ৮ প্রার্থী হলেন লিয়াকত আলী সরদার, প্রনব কুমার মন্ডল (প্রীতিশ), আব্দুস সালাম, সিরাজুল হক, আতিকুর মাহবুব (সালাম), শাফি আহম্মেদ (মিঠু), চৌধুরী রওশন জাহান, লিমন সরকার, সাধারণ সম্পাদক পদের ৪ প্রার্থী হলেন আব্দুল লতিফ পশারী (ববি), সাখাওয়াত হোসেন মল্লিক, রফিকুল ইসলাম(১০), মোস্তফা কামাল প্রিন্স, যুগ্ম সম্পাদকের ২ টি পদে ৭ প্রার্থী হলেন হাবিবুল হাসান (ড্রেক), আব্দুল্লাহ আল ফারুক (ফাহিম শাহরিয়ার), আবু বকর ছিদ্দিক (৩), নূরুল ইসলাম আকন্দ, এস এম নূরুজ্জামান (মেহবুব), মতিন মন্ডল, আতিক মাহমুদ, লাইব্রেরী ও সমাজ কল্যণ সম্পাদক পদের ৪ প্রার্থী হলেন দিলরুবা নুরী, সাইফুদ্দীন (সাইফুল), জাকারিয়া সরকার (ফেরদৌস), রীতাশ চন্দ্র সরকার, ম্যাগাজিন সম্পাদক পদে ৩ প্রার্থী হলেন রাজু মন্ডল, শফিকুর রহমান শাফি, এস আব্দুল্লাহ্- হিল -বাকী (লিপন), কার্যকরা সদস্যেও ৫ টি পদের ১৮ প্রার্থীরা হলেন রাধা রানী বর্মন, মিন্টু কুমার বসাক, এ কে এম আকিল আহমেদ (মোমিন), হাফিজার রহমান, শারমীন আক্তার, জুলফিকার আলী, শাহীন মিয়া, বাবুল রহমান, তৌফিকুর রহমান, আতাউর রহমান (সবুজ), মোস্তফা শাকিল, আশাবুদজামান আশিব, মৌসুমী আকতার, নিউটন খন্দকার, শফিকুল ইসলাম (শফিক), ওয়াহিদা শবনম, শারমিন আক্তার আশা ও আব্দুল করিম।

ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং এবং ২৯ নভেম্বর শুক্রবার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭ টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Check Also

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া

  শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =

Contact Us