Home / বিনোদন / আসছে স্পাইডার-ম্যান ফোর

আসছে স্পাইডার-ম্যান ফোর

শেরপুর নিউজ ডেস্ক: হলিউডের সুপারহিরো সিনেমা সিরিজ ‘স্পাইডার-ম্যান’। এ সিরিজের তিনটি কিস্তি দেখে মুগ্ধ বিশ্বের ফ্যান্টাসি সিনেমার সকল ভক্ত। স্পাইডার ম্যান ভক্তদের জন্য সুখবর, এবার আসছে সিরিজটির চতুর্থ কিস্তি। পর্দার ‘স্পাইডার-ম্যান’ রূপায়নকারী ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’ শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেতা টম হল্যান্ড। আলাপচারিতার এক পর্যায়ে ‘স্পাইডার-ম্যান ফোর’ নির্মাণের তথ্য নিশ্চিত করেন টম হল্যান্ড।

অভিনেতা টম হল্যান্ড বলেন, ‘স্পাইডার ম্যান ফোর’ আসছে। আগামী গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিকঠাক আছে। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আর তর সইছে না।’

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পায় এ সিরিজের সর্বশেষ কিস্তি ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’। এতে পূর্বের স্পাইডার-ম্যান টোবি ম্যাগুইরে, অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে পর্দা ভাগ করে নেন টম হল্যান্ড।এ সিরিজেও তারা থাকবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নো।

তবে নতুন এ কিস্তি নির্মাণের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মার্ভেল স্টুডিওস কিংবা সনি পিকচার্স। এছাড়াও নীরব ভুমিকায় আছেন সিরিজটির পরিচালক স্যাম রাইমি।

Check Also

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fourteen =

Contact Us