Home / দেশের খবর / অন্তর্বর্তীকালীন সরকারের ‘মাইনাস টু’র চিন্তাভাবনা নেই

অন্তর্বর্তীকালীন সরকারের ‘মাইনাস টু’র চিন্তাভাবনা নেই

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের ‘মাইনাস টু ফর্মুলা’ বা এ ধরনের কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস (ডেপুটি প্রেস সচিব) সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমাদের সরকার মাইনাস টু কি জিনিস এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ্য, ২০০৭ সালের এক/এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলাটি আলোচনায় আসে।

সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার পক্ষে দুই দলে কিছু সংস্কারপন্থী নেতা সক্রিয় ছিলেন।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল বিরাজনীতিকরণের বিশ্বাস করে না এবং আবার ‘মাইনাস টু’দেখতে চান না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।

Check Also

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + sixteen =

Contact Us