Bogura Sherpur Online News Paper

ধুনট

ধুনটে গুলি ও ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামের পাকা রাস্তার পাশে সবজি ক্ষেতের আইল থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, থানার এসআই হায়দার আলী গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রান্ডিলা গ্রামে দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব পালন করা কালে ওই গ্রামে রাস্তার পাশে সবজি ক্ষেতের আইলে ৮ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি বিদেশি পিস্তল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এসআই হায়দার আলী পরিত্যক্ত অবস্থায় গুলি, ম্যাগজিন ও পিস্তলটি উদ্ধার করেন। ওসি সাইদুল আলম আরও বলেন, উদ্ধার হওয়া অত্যাধুনিক পিস্তলটি পুলিশেরই।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us