Home / বিনোদন / পূজা নিয়ে যে আক্ষেপ চিত্রনায়িকা অপু বিশ্বাসের

পূজা নিয়ে যে আক্ষেপ চিত্রনায়িকা অপু বিশ্বাসের

শেরপুর নিউজ ডেস্ক :
শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এ বছরের পূজা কেমন কাটছে, তা জানিয়েছেন নায়িকা।

তবে নায়িকা মনে করেন, এখনকার সময়ে চেয়ে আগের সময়ের পূজা-ই বেশি আনন্দের ছিল। সেই স্মৃতি তুলে ধরে সম্প্রতি একটি গণমাধ্যমে নায়িকা বলেন, ‘ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে।’

এবার পূজায় ঢাকাতেই থাকবেন অপু বিশ্বাস। তার সাজ-পোশাকেও রাখবেন ঐতিহ্যের ছোঁয়া। বললেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা।’

বছর কয়েক আগে মা হারান অপু বিশ্বাস। এরপর থেকে নায়িকার পূজা কেটেছে কোনো আমোদ-আনন্দ ছাড়াই। এদিকে ছেলে আব্রাম খান জয়ও বড় হচ্ছে। ছেলের স্কুল ছুটি থাকায় জয়কে নিয়েই পূজা কাটাবেন অপু।

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন এই নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। কারণ তখন শাকিব খান মানেই তিনি।

সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এর পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

Check Also

সাদায় অপুর নতুন লুকের চমক

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারও কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us