Home / বিনোদন / ৭০ বছরেও অমলিন রেখা,রহস্যময় জীবনের অন্তরালে চমকপ্রদ কাহিনী!

৭০ বছরেও অমলিন রেখা,রহস্যময় জীবনের অন্তরালে চমকপ্রদ কাহিনী!

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং চিরকালীন অভিনেত্রীদের একজন রেখা বৃহস্পতিবার (১০ অক্টোবর) ৭০ বছরে পা দিলেন। বলিউডের কিংবদন্তি এই অভিনেত্রীর কথা বলতে গেলে একটি শব্দই যথার্থ, আর তা হলো—অতুলনীয়।

১৯৭০-এর দশকে দক্ষিণ ভারতের এক অল্পবয়সী, ভাষাগতভাবে অদক্ষ মেয়েকে বলিউডের প্রথম সারির নায়িকা হতে দেখে সবাই চমকে উঠেছিল। যিনি একসময় হিন্দি ভাষার বিন্দুমাত্র জ্ঞান না থাকা অবস্থায় মুম্বাইয়ের পুরুষশাসিত সিনেমা শিল্পে পা রেখেছিলেন, সেই রেখা আজও মুগ্ধ করে রেখেছেন কোটি ভক্তকে। খবর বিবিসির।

চেন্নাইয়ের (তৎকালীন মাদ্রাজ) অভিনেত্রী পুষ্পাভল্লীর কন্যা হিসেবে ১৯৫৪ সালে জন্ম নেন রেখা। বাবার অভাব ও মায়ের সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছিলেন। মাত্র কিশোরী অবস্থায়, পারিবারিক আর্থিক দুর্দশার কারণে, তিনি অভিনয়ে নামেন। বলিউডে আসার পর ভাষা এবং পুরুষশাসিত পরিবেশের চ্যালেঞ্জের মুখোমুখি হন রেখা। একবার একটি সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, ‘মুম্বাই ছিল একটা জঙ্গল, আর আমি নিরস্ত্র হয়ে সেখানে ঢুকেছিলাম। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়।’

শুরুর দিকে তিনি অনেক সমালোচনার মুখোমুখি হন, বিশেষ করে তার গায়ের রঙ এবং শারীরিক গঠনের জন্য। এমনকি সাংবাদিকরাও তাকে নিয়ে মজা করতেন। তবে, ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে রেখা নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। শারীরিকভাবে নিজেকে পরিবর্তন করার পাশাপাশি তিনি গড়ে তোলেন নিজের অভিনয় দক্ষতা।

রেখা শুধু নিজের ফিটনেস এবং সৌন্দর্য সচেতন ছিলেন না, তিনি বলিউডে ফিটনেস ট্রেন্ডেরও পথপ্রদর্শক হয়ে ওঠেন। তরল খাদ্যাভ্যাস, অ্যারোবিক্স এবং যোগাসনকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি, যা তখনকার সময়ে ছিল খুবই ব্যতিক্রমী। সেই সময়ে তার খোলামেলা ব্যক্তিত্ব এবং সাহসী বক্তব্য ভারতীয় সিনেমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

রেখার অভিনয় ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছায় ‘ঘর’ (১৯৭৮) সিনেমায়। সেখানে এক ধর্ষণের শিকার নারীর ভূমিকায় তার অভিনয় আজও প্রশংসিত হয়। এরপর ‘খুবসুরত’ (১৯৮০) সিনেমায় তার কমেডির দক্ষতা এবং ‘সিলসিলা’ (১৯৮১)-তে মিষ্টি ও রোমান্টিক অভিনয় তাকে বলিউডে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে। সেই একই বছরে ‘উমরাও জান’-এ তার হৃদয়গ্রাহী অভিনয় তাকে এনে দেয় জাতীয় পুরস্কার।

১৯৮৮ সালের ‘খুন ভরি মাঙ্গ’ ছবিতে তার অ্যাকশন-পূর্ণ অভিনয় রেখাকে বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। রেখার অনন্য বৈশিষ্ট্য ছিল বিভিন্ন ধরনের চরিত্রে স্বাচ্ছন্দ্যে সঙ্গে অভিনয় করা।

১৯৯০ সালে রেখা ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন, তবে তাদের বিয়ে বেশি দিন টেকেনি। একই বছরে যখন তিনি আমেরিকায় ছিলেন, তখন মুকেশ আত্মহত্যা করেন। এই ঘটনার পর রেখা গণমাধ্যমের প্রচণ্ড আক্রমণের শিকার হন। তাকে নিয়ে নানা গুজব ছড়ায়, আর ‘কালো বিধবা’ উপাধি দিয়ে তাকে হেয় করা হয়।

এই কঠিন সময়ে রেখা নিজেকে নতুনভাবে গড়ে তুলেন। ১৯৯১ সালে ‘ফুল বানেগা অঙ্গার’-এর মতো অ্যাকশন-ধর্মী চলচ্চিত্রে অভিনয় করে তিনি, সিনেমাটি বক্স অফিসে সফল হয়। কিন্তু এরপর থেকে রেখা ক্রমশ নিজেকে মিডিয়া থেকে গুটিয়ে নেন এবং নিভৃতে জীবনযাপন শুরু করেন।

বর্তমানে রেখার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তার চলচ্চিত্রে উপস্থিতি কমলেও, প্রতিটি প্রকাশ্যে উপস্থিতিতে তিনি আজও ভক্তদের মুগ্ধ করে চলেছেন। ২০০৫ সালের ‘পরিণীতা’ ছবির গানে তার পারফরম্যান্স এবং পুরনো হিট গানগুলোতে তার মঞ্চে নাচ আজও ভক্তদের কাছে স্মরণীয়।

রেখা এখন শুধুই একজন অভিনেত্রী নন, তিনি বলিউডের এক চিরসবুজ আইকন—যার রহস্যময়তা আজও দর্শকদের আকর্ষিত করে রাখে। ৭০ বছর বয়সে রেখা কেবল একজন কিংবদন্তি নন, বরং তার চিরযৌবনের আকর্ষণ বলিউডের এক অনন্য অধ্যায়।

Check Also

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন শাওন

শেরপুর নিউজ ডেস্ক: বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twenty =

Contact Us