সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা

এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা

শেরপুর নিউজ ডেস্ক:
লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলি বন্দরে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী ও স্বাস্থ্যসেবীরা জানিয়েছেন, ইসরায়েলি বন্দর এইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। বুধবার (২৫ সেপ্টেম্বর) এ হামলা চালিয়েছে। এতে দুজন আহত হয়েছেন। এ ছাড়া দেশটির এ হামলায় বন্দরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের ওপর থেকে দ্বিতীয় আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। ইরাকের যোদ্ধাদের এ হামলায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলির সর্বদক্ষিণের শহরে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা করে ড্রোন হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের একটি বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় বন্দরটি থেকে ব্যাপক ধোয়া উড়তে দেখা গেছে।

Check Also

কাশ্মীরে এনসি-কংগ্রেস এগিয়ে,হরিয়ানায় বিজেপি

শেরপুর নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রাথমিক ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস জোট এগিয়ে আছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =

Contact Us