সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাজাহানপুরে জোড়া খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

শাজাহানপুরে জোড়া খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর নিউজ ডেস্ক : ৫ দিন পেরিয়ে গেলেও বগুড়ার শাজাহানপুরের আলোচিতসন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন প্রামাণিক খুনের ঘটনায় কেউ ধরা পড়েনি। তবে এই আলোচিত খুনের ঘটনায় আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীসহ ৩১ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাগরের ছোট বোন রোকসানা আকতার বর্ষা (৩২) বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এজাহার নামীয় ১৯ জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনসহ মোট ৩১ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে শাবরুলের পার্শবর্তী এলাকা দেসমা হোদ্দপুর গ্রামে পুকুর পত্তন নিয়ে মাছ চাষ করছিল সাগর তালুকদার।

গত রোববার বিকাল ৫ টার দিকে একটি জিক্সার মোটর সাইকেলযোগে ওই পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিল সাগর তালুকদার এবং তার ২ সহযোগী স্বপন প্রামাণিক ও মুক্তার হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডলপাড়া জনৈক শফিকুল ইসলামের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র আক্রান্ত হয় তারা। এ সময় সেখানে চাপাতি, চাকু, রামদা, চায়নিজ কুড়ালসহ পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা সাগর তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের গতিরোধ করে এবং এলোপাথারিভাবে কুপিয়ে সাগর তালুকদারকে নৃশংসভাবে খুন করে। পরিস্থিতি বেগতিক দেখে জীবন বাচাঁতে স্বপন প্রামাণিক এবং মুক্তার হোসেন ঘটনাস্থল থেকে দৌড় দেয়। মুক্তার হোসেন পালতে সক্ষম হলেও স্বপন প্রামানিককে আসামিরা ধরে ফেলে। তারা তাকেও কুপিয়ে নৃশংসভাবে খুন করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) শাজাহান আলী জানিয়েছেন,পূর্ব শত্রুতার জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিতে কাজ চলছে। জোড়া খুনের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, মামলার ক্লু উদ্ধার এবং আাসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Check Also

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী মুন্সী আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া ৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনুর বড়ভাই শেরপুর শহরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 2 =

Contact Us