সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আসছে ‘মায়া’,পরী আউট সারিকা ইন

আসছে ‘মায়া’,পরী আউট সারিকা ইন

 

শেরপুর নিউজ ডেস্ক:

গত বছর খবর এসেছিল ‘মায়া’ নামের একটি ওয়েব সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। এতে নামভূমিকায় থাকছেন পরীমণি। তবে পাল্টে গেছে হিসাব-নিকাশ। ‘মায়া’ আসছে ঠিকই। থাকছেন না পরীমণি। তার স্থলাভিষিক্ত হয়েছেন সারিকা সাবরিন। তার বিপরীতে আছেন মামনুন ইমন। এই সিনেমার মাধ্যমে ওটিটিতে নাম লিখিয়েছেন ইমন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পাবে মায়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে এর টিজার। ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে হঠাৎ নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে।

পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে, কেন তার স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা যায়, ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।

এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘মায়া’ নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। এতে আমার চরিত্রের নাম মায়া। এমন একটি চরিত্র মায়া, যার সঙ্গে প্রতিটি মেয়ে নিজের মিল খুঁজে পাবে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করে—সেই চেষ্টা করেছি। শুটিং শুরুর আগে এক মাস রিহার্সাল করেছি। চরিত্রটি আয়ত্তে আনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি। শুধু আমি নই, দর্শকদের একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন।

ইমন বলেন, কয়েক বছর ধরেই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন, কবে আমাকে ওটিটিতে দেখা যাবে। আমি চেয়েছি ওটিটিতে যখন কাজ করব, সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। মায়ার গল্প দর্শকের মনে দাগ কাটবে। কিছু গল্প থাকে যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমন। আশা করছি, এই সিনেমায় আমাকে ভিন্নভাবে দেখবে দর্শক।

রাফী বলেন, আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন।

Check Also

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী: অভিনেত্রী তাসনিয়া ফারিণ

শেরপুর নিউজ ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণ কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। ব্যক্তিগত ও পেশাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =

Contact Us