সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিলো ইসি,প্রতীক ‘মাথাল’

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিলো ইসি,প্রতীক ‘মাথাল’

 

শেরপুর নিউজ ডেস্ক :

নির্বাচনী প্রতীক ‘মাথাল’ নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে মো. জোনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় ইসি সচিব শফিউল আজিমের কাছ থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে ইসি থেকে তা অগ্রাহ্য হওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন।

২০১৯ সালের ১১ এপ্রিল ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করেন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর কমিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

Check Also

ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান শুরু

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামের পূর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us