শেরপুর নিউজ ডেস্ক:
গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। নতুন এই দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।
শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আয়োজনের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ করে।
নতুন এই দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী। তিনি বলেন, ‘দেশের মানুষ ও মাটির জন্য ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষের প্রয়োজন। দেশ পরিচালনার জন্য তার মতো যোগ্য ও দক্ষ লোকের প্রয়োজন।’
ড. আব্দুল মালেক ফরাজী বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা বিদেশি শক্তির দালালি করেছেন। তবে আমরা কোনও দল বা দেশের দালালি রাজনীতি করবো না।’
অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করে গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান বলেন, ‘চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্রব্যবস্থার আমূল বদলে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী, শক্তিমান ও প্রগতিশী হয়ে উঠবে। আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো।’
দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন– বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহসভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।




Users Today : 91
Users Yesterday : 150
Users Last 7 days : 2687
Users Last 30 days : 4744
Users This Month : 2316
Users This Year : 33724
Total Users : 508972
Views Today : 144
Views Yesterday : 282
Views Last 7 days : 3504
Views Last 30 days : 7777
Views This Month : 3018
Views This Year : 100340
Total views : 768548
Who's Online : 0