Home / বিনোদন / গান থেকে দূরে সরে যাচ্ছেন অ্যাডেলে

গান থেকে দূরে সরে যাচ্ছেন অ্যাডেলে

শেরপুর নিউজ ডেস্ক: গান দিয়ে একজন সংগীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাজিমাত; সবই রয়েছে তার ক্যারিয়ারে। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ।

অ্যাডেল জানিয়েছেন গান থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। তবে একেবারেই যে যাচ্ছেন না তাও জানালেন। কিন্তু আবার কবে নতুন গান বো কনসার্ট নিয়ে ফিরবেন সে কথা কিছুই বলেননি। অনির্দিষ্টকালের জন্য গান থেকে বিরতিতে যাচ্ছেন অ্যাডেলে। জানিয়েছেন বিশ্রাম নিজেকে সময় দেয়ার জন্যই বিরতি নিচ্ছেন তিনি। আসছে নভেম্বরে লাস ভেগাসের শো শেষে এই বিরতিতে যাবেন বলে গত শনিবার মিউনিখ কনসার্ট শেষ জানিয়েছেন অ্যাডেলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পারফর্মেন্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি। তবে আমি বেশ ভালো করেই করি এটা। তিন বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি। এত এতটা কখনো করিনি আর করবোও না।’

এই বিখ্যাত শিল্পী আরও বলেন, ‘যতদিন বিরতিতে থাকবো, আমি আপনাদেরকে আমার হৃদয়ে ধরে রাখবো। গত তিন বছর ধরে যেসব শো করেছি, সেগুলোর কথা ভাববো। দারুণ কেটেছে সময়গুলো। এখন আমার বিশ্রাম প্রয়োজন।’ সবশেষে তিনি বলেন, ‘আমি নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত সাত বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শোগুলো চিরকাল মনে থাকবে আমার।’

প্রসঙ্গত, অ্যাডেলকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট’ হিসেবে। যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড অন্যতম।

Check Also

নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয় : কেট উইন্সলেট

শেরপুর নিউজ ডেস্ক: হলিউডের প্রভাবশালী ও বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’খ্যাত এই অভিনেত্রীকে পর্দায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =

Contact Us