সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / কোর্ট ট্রায়ালের আগে যেন মিডিয়া ট্রায়াল না হয় : প্রধান বিচারপতি

কোর্ট ট্রায়ালের আগে যেন মিডিয়া ট্রায়াল না হয় : প্রধান বিচারপতি

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি ওবায়েদুল হাসান বলেছেন, ‘স্বাধীন গণমাধ্যম স্বচ্ছ রাষ্ট্রযন্ত্র ও গণতন্ত্র অক্ষুন্ন রাখতে জোরালো ভূমিকা পালন করে। যেহেতু বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্র, ফলে এক্ষেত্রে সাংবাদিকতার করতে সর্বোচ্চ যত্নশীল হওয়ার আহ্বান জানাই। কোর্ট ট্রায়ালের আগে যেন মিডিয়া ট্রায়াল না হয়। আবার বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে যথাযথ তথ্য প্রমাণ সাপেক্ষে সংবাদ প্রকাশও করতে হবে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বজলুর রহমান স্মৃতিপদক-২০২৩’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখতে পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘প্রত্যেক গ্রামে বা থানায় মুক্তিযুদ্ধ বিষক সংগঠন গড়ে তোলার আহ্বান জানাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও জনপ্রতিনিধিদের অনুরোধ জানাই আপনারা এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করবেন।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি জানলাম এক লোকের নিয়ন্ত্রণে কয়েকটি মাদরাসার ১২ হাজার শিক্ষার্থী আছে।

সেখানে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কার্যক্রম চলে। ফলে মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম আরো বাড়ানো না হলে ভবিষ্যতে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না।’

এর আগে বজলুর রহমান স্মৃতিপদক-২০২৩ বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কারের চেক তুলে দেন প্রধান বিচারপ্রতি।

এ বছর প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে পুরস্কার বিজয়ীরা হলেন, দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিপ রিপোর্টার ঝর্ণা মনি ও দি ডেইলি স্টারের রিপোর্টার আহমাদ ইসতিয়াক।

ইলেক্ট্রনিক মিডিয়ায় পুরস্কার বিজয়ী চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশীন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে যুক্ত রাখতে এই পদকের আয়োজন করা হয়েছে। বজলুর রহমান মুক্তিযুদ্ধ ছাড়াও সাংবাদিকতায় উল্লেখ্যাগ্য অবদান রেখেছেন। তিনি অনেক ভালো চাকরি করতে পারতেন। তা না করে মানুষের সেবায় সাংবাদিকতা পেশার মাধ্যমে নিজেকে নিয়োজিত করেছেন।

তিনি অনেক তরুণ সাংবাদিকদের ডেস্কে বসেই হাতে কলমে শিখিয়েছেন।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘এই পুরস্কার মুক্তিযুদ্ধ জাদুঘরের বার্ষিক অনুষ্ঠানের একটি অন্যতম অংশ হয়ে আছে। স্বাধীনতার এত বছর পর এসেও যে সাংবাদিকদের মাধ্যমে ইতিহাসগুলো সবার সামনে উঠে আসে তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে আমরা আন্তরিকতা প্রকাশ করি।’

Check Also

জামিন নামঞ্জুর, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে

  শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =

Contact Us