Home / বিদেশের খবর / লিমুজিন গাড়ি চালাচ্ছেন পুতিন, পাশের সীটে কিম

লিমুজিন গাড়ি চালাচ্ছেন পুতিন, পাশের সীটে কিম

শেরপুর নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে বসিয়ে নিজের উপহার করা গাড়ি চালিয়ে পিয়ংইয়ংয়ের রাস্তা দাপিয়ে বেরিয়েছেন পুতিন। আর ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এই ভিডিও প্রথম প্রচার করে। এতে দেখা যায়, ক্রেমলিন নেতা চালকের আসনে বসে আছেন। চালকের পাশের যাত্রীর আসনে বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। দু’জনেই হাসিমুখে কথা বলছেন। গাড়িটি ম্যানিকিউরড পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল।

পরে জঙ্গলে ঘেরা একটি এলাকায় গাড়ি থেকে নেমে দুজনকে হেঁটে হেঁটে গল্প করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাস গাড়ি কিম জং-উনকে উপহার দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। দুই দেশের পক্ষ থেকেই তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। আর এবার একই মডেলের আরেকটি গাড়ি তাঁকে উপহার দেওয়া হলো। এর মানে হলো, কিম জং-উনের গ্যারেজে এখন অন্তত দুটি অরাস গাড়ি রয়েছে।

 

Check Also

ইসরায়েলকে কড়া বার্তা দিলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =

Contact Us