সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সংকটের সময়ে গণমুখী বাজেট হয়েছে: ওবায়দুল কাদের

সংকটের সময়ে গণমুখী বাজেট হয়েছে: ওবায়দুল কাদের

শেরপুর নিউজ ডেস্ক: সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট।

বাজেট প্রণয়নে আইএমএফের কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার দিল্লি সফরে যাবেন।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

Check Also

বাংলাদেশে দ্রুত নির্বাচন দিতে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন ও রাজনৈতিক সরকারকে দায়িত্ব দেওয়ার ওপর জোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =

Contact Us