Home / পড়াশোনা / গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ (মানবিক) ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় এ ফল উপস্থাপনের পর প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৮৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ৩১ হাজার ৮১ জন শিক্ষার্থী ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। যে হিসাবে পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ।

এই ইউনিটে গতবার পাসের হার ছিল ৫৬ দশমিক ৩২ শতাংশ। শিক্ষার্থীরা আজ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

Check Also

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =

Contact Us