Home / খেলাধুলা / দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার জেসি

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার জেসি

শেরপুর নিউজ ডেস্ক: সাথিরা জাকির জেসি। দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার। গত ১০ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা জেসি আগামী ১৮ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের। এই স্বপ্নবাজ কেমন করে উঠে এলেন তাঁর স্বপ্নের ট্র্যাকে, সেই গল্প শুনেছেন আশিক মুস্তাফা

২৫ এপ্রিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা সাথিরা জাকির জেসিকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। ডিপিএলের ইতিহাসে প্রথম কোনো নারী আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি। শুধু তা-ই নয়; গেল ১০ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগে থাইল্যান্ড বনাম মিয়ানমার ম্যাচ দিয়ে দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন জেসি। নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে সাথিরা জাকির জেসি বলেন, ‘আমার আম্পায়ারিং ক্যারিয়ার মূলত অফিসিয়ালি ২০২২ সালে শুরু। স্কুল ক্রিকেট, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, লঙ্গার ভার্সন ছেলেদের এবং মেয়েদের খেলা পরিচালনা করেছি অনেক। ২০২৩ সালের জুলাই মাসে প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সুযোগ পাই রিজার্ভ এবং অনফিল্ড আম্পায়ার হিসেবে। দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে সেই সিরিজে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে আমার আন্তর্জাতিক অভিষেকটা হয়ে ওঠেনি। এর আগে ভারত-বাংলাদেশ ও পাকিস্তান-বাংলাদেশ সিরিজে রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলাম। এ ছাড়া লিজেন্ড লিগ থেকে শুরু করে ভারতের বেশ কয়েকটি বড় টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছি।’

জন্ম ও বেড়ে ওঠা: ছোটবেলায় বড্ড ডানপিটে ছিলেন জেসি। দিনমান পড়ে থাকতেন ক্রিকেটের ব্যাট-বল নিয়ে। স্কুলশিক্ষক মা হাসিনা আক্তার মাঝেমধ্যে বকাঝকা করলেও মেয়ের ইচ্ছাকেই গুরুত্ব দিতেন। ব্যাংকার বাবা রফিকুল ইসলাম আর বড় ভাই দারুল রৌশনও বোনকে দিতেন অকুণ্ঠ সমর্থন। শৈশবের কথা মনে করিয়ে দিতেই চোখ ভিজে আসে জেসির। নস্টালজিক জেসি বলেন, ‘অনেক আনন্দে কেটেছে আমার শৈশব। আসলে আমার আজকের এই অবস্থানে আসার পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই বাবা-মায়ের কাছ থেকে সব সময় নিজের ইতিবাচক চিন্তার স্বাধীনতা পেয়েছি। মূলত, মায়ের অনুপ্রেরণাতেই আমি আজকের এই অবস্থানে এসে দাঁড়াতে পেরেছি।’ জেসির জন্ম ও বেড়ে ওঠা লালমনিরহাটের পাটগ্রামে। তাহেরা বিদ্যাপীঠে তাঁর শিক্ষার হাতেখড়ি। হুজুর উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পড়ে সপ্তম শ্রেণিতে এসে ভর্তি হন বিকেএসপিতে। বিকেএসপি থেকে এসএসসি দিয়ে ঢাকা মডেল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতক ও ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর করেন।

Check Also

মধ্যরাতে দেশ ছাড়লো বাংলাদেশ দল

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =

Contact Us