সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া সেনানিবাসে গলফ টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া সেনানিবাসে গলফ টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া গলফ ক্লাব মাঠে শনিবার তিন দিনব্যাপী ৬ষ্ঠ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি, এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া গলফ ক্লাবের সভাপতি ও জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বড় পরিসরে প্রতিযোগিতাটির করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন।

সবার মাঝে গলফ খেলাকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে এছাড়াও, অনুষ্ঠানে বগুড়া সেনানিবাস ও রেডিয়েন্ট গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বগুড়া গলফ ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপর দিকে বিকেলে সমাপনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।

Check Also

কবিগুরু স্বপ্ন দেখেছেন সোনার বাংলার, বঙ্গবন্ধু স্বপ্নের বাস্তবায়ন করেছেন- এসপি সুদীপ কুমার

শেরপুর নিউজ: “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা : রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু” প্রতিপাদ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us