সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / কারওয়ানবাজারের ঝুঁকিপূর্ণ মার্কেট স্থানান্তর শুরু

কারওয়ানবাজারের ঝুঁকিপূর্ণ মার্কেট স্থানান্তর শুরু

শেরপুর নিউজ ডেস্ক: ঝূঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর মধ্য দিয়ে ঢাকার কারওয়ানবাজারের ঝুঁকিপূর্ণ মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আঞ্চলিক কার্যালয়ের মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা। সেখানে গিয়ে দেখা যায়, আসবাব, যন্ত্রপাতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ট্রাংকে ভরে সেগুলো ট্রাকে তোলা হচ্ছে।

ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, এসব মালামাল মোহাম্মদপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই আঞ্চলিক কার্যালয়-৫ কারওয়ানবাজার পাকা আড়ত মার্কেটে। ঢাকা সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ বিবেচনায় যে আটটি মার্কেট পরিত্যক্ত ঘোষণা করেছে, সে তালিকায় এ মার্কেটও আছে।

মোতাকাব্বীর আহমেদ বলেন, আমাদের অফিস যে ভবনে, সেটাই যেহেতু ঝূঁকিপূর্ণ, তাই আমাদের অফিস সরিয়ে নেওয়ার মাধ্যমেই শুরু করলাম। ঈদের পর স্থায়ী ১৮০টি এবং ১৭৬টি অস্থায়ী দোকান স্থানান্তর শুরু হবে। দোকানগুলো আমরা গাবতলীতে পুনর্বাসন করছি। ঈদের পর এই ভবনসহ জায়গাটা ফাঁকা হয়ে যাবে।

মোতাকাব্বীর বিল্লাহ বলেন, কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ বাকি মার্কেটগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

Check Also

আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =

Contact Us