সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / টাইগারদের সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইগারদের সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

 

শেরপুর ডেস্ক: নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামের সাগরিকায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে শান্ত-মিরাজরা। দুর্দান্ত এই জয়ের পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হোসেন শান্তর দলকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার বিকেলে পাঠানো পৃথক বার্তায় তারা এই অভিনন্দন জানান।

সোমবার (১৮ মার্চ) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিয়ানগের শতকে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টাইগারদের হারিয়ে ১-১ সিরিজে সমতা আনে লঙ্কানরা। তাই শেষ ম্যাচটি হয়ে যায় ফাইনাল।

Check Also

বাংলাদেশ-ভারতের ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু প্রস্তুত

  শেরপুর ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথম বারের মতো আইসিসির কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =

Contact Us