Home / বিদেশের খবর / বিদ্রোহীদের দখলে মিয়ানমারের ৩৩ শহর

বিদ্রোহীদের দখলে মিয়ানমারের ৩৩ শহর

শেরপুর নিউজ ডেস্ক: মিয়ানমারের বিদ্রোহীরা মঙ্গলবার সেনাবাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং শতাধিক জান্তা সেনা আত্মসমর্পণ করেছে।

জানা যায়, বিদ্রোহীরা এরইমধ্যে দেশটির ৩৩টি শহর জান্তার কাছ থেকে নিজেদের দখলে নেয়ারও দাবি করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্স গত বছরের অক্টোবর থেকে ‘অপারেশন ১০২৭’ নামে জান্তা-বিরোধী অভিযান চালিয়ে আসছে। তাদের অভিযানের ফলে জান্তা সেনারা একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে।

বর্তমানে দেশটির বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আছে বিদ্রোহীরা। শান, রাখাইন, চিনসহ অনেক প্রদেশের শহর এখন তাদের দখলে। বিদ্রোহীদের দাবি, গেল তিন মাসে তারা ৩৩টি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

মঙ্গলবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা। অন্যদিকে, রাখাইন আর্মির দাবি, তাদের কাছে আত্মসমর্পণ করেছে একশোর বেশি জান্তা সেনা। একটি সেনা ঘাঁটিও ধ্বংসের দাবি করা হয়েছে।

Check Also

প্রথম নারী প্রধান বিচারপতি পেল দ. আফ্রিকা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =

Contact Us