শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর খাদ্যগুদামের পূর্বপাশ থেকে নবজাতক মেয়ের লাশটি উদ্ধার করা হয়।
¯’ানীয় বাসিন্দারা জানান, রোববার রাতের কোনো এক সময় পলেথিনে মোড়ানো কাপড় পেঁচিয়ে ওই নবজাতকের লাশটি কে বা কারা সড়কের পাশে ফেলে রেখে যায়। পরদিন ¯’ানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া মৃত নবজাতকটির পরিচয় মেলেনি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া নিহত শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Check Also
বগুড়ায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শেরপুর নিউজ ডেস্ক: ছয় দফা দাবিতে ক্লাস বর্জন করে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির …